মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

মুমিন মুমিনের জন্য আয়নাস্বরুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মাহবুবুর রহমান ।।

হাদিস শরিফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের জন্য আয়নাস্বরুপ।অর্থাৎ আয়না যেভাবে মানুষের দোষ ধরিয়ে দেয়, তদ্রুপ একজন মুমিন বান্দা অপর মুমিনের জন্য আয়নার ন্যায় হওয়া উচিৎ, মুমিন বান্দা অপর মুমিনের মাঝে কোনো দোষ দেখলে আয়নার ন্যায় অপর মুমিন ভাইকে ঐ দোষ সম্পর্কে বলে দিবে।

মুমিন মুমিনের আয়না। কত সুন্দর কথা! তুমি যখন আয়নার সামনে দাঁড়াও আয়না তখন তোমার দোষ গুলো তুলে ধরে। নাকে ময়লা জমে আছে, কিংবা চোখে কেতুর জমে আছে অথবা কপালে কালি লেগে আছে। আয়না দেখে দেখে তুমি সেগুলো দূর করে ফেলো। তোমার চেহারাটা সুন্দর হয়ে উঠে। তারপর যখন তুমি মানুষের মাঝে যাও তখন সবাই তোমাকে সুন্দর ও পরিচ্ছন্ন বলে।

দেখো, আয়না তোমার দোষ গুলো শুধু তোমার সামনেই তুলে ধরেছে যাতে তুমি দোষগুলো সংশোধন করতে পারো এবং মানুষের সামনে সুন্দর হতে পারো।মানুষের সামনে যেন তুমি লজ্জিত না হও,মানুষ যেন তোমাকে মন্দ না বলে।

এ জন্যই মানুষ আয়নাকে ভালবাসে। ঘরে ঘরে মানুষ আয়না রাখে।বার বার আয়নার সামনে দাঁড়ায় এবং আয়নার চেহারায় নিজের চেহারার দোষগুলো দেখে দেখে তা দূর করে। আয়না কখনো মানুষের সামনে তোমার দোষ গুলো তুলে ধরে না।মানুষের কাছে তোমার মন্দ গুলো প্রকাশ করে তোমাকে লজ্জিত করে না।

তোমার মুমিন ভাইয়ের জন্য তুমি হলে আয়নার মতো। অর্থাৎ তোমার মুমিন ভাইয়ের কোনো দোষ যদি তোমার সামনে ধরা পড়ে, তুমি তা মানুষের কাছে করবে না বরং ভালবাসা দিয়ে তার অন্তর জয় করবে।

তারপর কোমল ভাষায়, মিষ্টি কথায় তার দোষ গুলো তার সামনে তুলে ধরবে, যেন সে সতর্ক হয় এবং তার সংশোধন হয়।তোমার কাছ থেকে জেনে জেনে যখন সে তার দোষ গুলো সংশোধন করে নেবে, এরপর মানুষের সভায় যাবে তখন মানুষ তাকে সুন্দর বলবে,সত ও সত্যবাদী বলবে।নীতিবান ওআদর্শবান বলবে। চারদিকে তার সুনাম হবে। তোমার মুমিন ভাই তোমার প্রতি কৃতজ্ঞ হবে। তোমাকে ভলোবাসবে তুমি ও তোমার ভাইয়ের কাছ থেকে তোমার দোষগুলো জানতে পারবে এবং নিজের জীবন ও চরিত্রকে সুন্দর ও পবিত্র করতে পারবে।

আয়না ছাড়া যেমন নিজের দোষ নিজে জানা যায় না তেমনি একজন মুমিন অন্য মুমিনের সাহায্য ছাড়া নিজের দোষ গুলো বুঝতে পারে না। তাই একজন মুমিনকে অপর মুমিন ভাইয়ের জন্য হতে হবে আয়নার মতো।

তাহলে মুসলমানদের সমাজ হবে দোষ মুক্ত ও পাক- পবিত্র। সমাজে সুখ-শান্তি আসবে। ভালবাসা ও সমপ্রীতি আসবে। এমন সুন্দর সমাজ ছিলো সাহাবায়ে কেরামের, তাবেঈন ও তবে তাবঈনের। তাই তাদের মাঝে ছিল ভাই ভাই সমপর্ক। তাদের সমাজ ছিল জান্নাতি সমাজ। একে অপরের জন্য তারা ছিলেন আয়নার মতো। একে অন্যকে তারা সংশোধন করতেন, কেউ কাউকে লজ্জিত করতেন না।

কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই এবং মানুষের কাছে বলে বেড়াই। কেউ কারো সংশোধন চাই না। কেউ কারো পবিত্রা কামনা করি না। সবাই সবাইকে মানুষের সামনে লজ্জিত ও অপদস্ত করতে চাই।এটা তো মুমিনের চরিত্র নয়।

তাহলে গেল আমাদের ঈমান ও নববি আদর্শ?

আসুন আমরা প্রতিঙ্গা করি। আমরা মুমিন ভাইয়ের জন্য হবো আয়নার মতো। তাহলে আমাদের জীবন হবে ফুলের মতো। আামাদের সমাজ হবে সুখময় ও জান্নাতি সমাজ। রাব্বুল আলামীন আমাদের সকলকে নিজেদের দোষ ত্রুটির প্রতি দৃষ্টি বান এবং কেউ আমাদেরকে আমাদের দোষ সম্পর্কে অবগত করলে তাঁর প্রতি বাস্তবেই কৃতজ্ঞতা প্রকাশ করার তাওফিক দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ