সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


অনার্স দ্বিতীয় ব‌র্ষের ইসলা‌মের ইতিহাস পরীক্ষা স্থ‌গিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কু‌ড়িগ্রা‌ম শহরের ম‌জিদা আর্দশ ডি‌গ্রি ক‌লেজ কে‌ন্দ্রে অনার্স দ্বিতীয় ব‌র্ষের পরীক্ষায় এক প‌ত্রের  জায়গায় অন্য প‌ত্রের প্রশ্নপত্র খোলায় আগামী ৯ জানুয়া‌রি ইসলা‌মের ইতিহাস বিষ‌য়ের পরীক্ষা স্থ‌গিত ক‌রে‌ছে জাতীয় বিশ্ব‌বিদ‌্যালয়।

বৃহস্প‌তিবার (৫ জানুয়া‌রি) রা‌তে জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ও‌য়েবসাই‌টে প্রকা‌শিত এক বিজ্ঞ‌প্তি‌তে পরীক্ষা স্থ‌গি‌তের সিদ্ধান্ত জানা‌নো হ‌য়ে‌ছে।

জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়, জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অ‌ধী‌নে আগামী ৯ জানুয়া‌রি তা‌রিখে অনু‌ষ্ঠিতব‌্য ২০২১ সা‌লের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় শুধু ইসলা‌মের ইতিহাস ও সংস্কৃ‌তি (পত্র কোড ২১১৬০৩) কো‌র্সের পরীক্ষা অনিবার্য কার‌ণে স্থ‌গিত করা হ‌লো। ত‌বে ওই তা‌রি‌খের অন‌্যান‌্য সব বিষ‌য়ের পরীক্ষা যথারী‌তি অনু‌ষ্ঠিত হ‌বে। ইসলা‌মের ইতিহাস ও সংস্কৃ‌তি কো‌র্সের স্থ‌গিত পরীক্ষার সং‌শো‌ধিত তা‌রিখ পরবর্তী‌তে জানা‌নো হ‌বে। এ পরীক্ষার পূর্ব ঘো‌ষিত অন‌্যান‌্য তা‌রিখ ও সময়সূচী অপ‌রিব‌র্তিত থাক‌বে।

এদিকে এক প‌ত্রের পরীক্ষায় আরেক প‌ত্রের প্রশ্নপত্র খু‌লে পরীক্ষা কে‌ন্দ্রে বি‌ভিন্ন ক‌ক্ষে নেওয়ার ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের তদন্ত ক‌মি‌টি ক‌রে‌ছে কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃ‌ত্বে গ‌ঠিত এ তদন্ত ক‌মি‌টি‌কে আগামী ৫ দি‌নের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন দি‌তে বলা হ‌য়ে‌ছে। কু‌ড়িগ্রাম জেলা‌ প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ