আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) জেলার আলমডাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাতি শেখের ছেলে লিয়াকত হোসেন (৬৫) ও আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভেদুয়া গ্রামের আহাতাব বিশ্বাসের ছেলে ওমর আলি (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে লিয়াকত হোসেন সদর উপজেলা থেকে ফেরার পথে দৌলতদিয়া পৌঁছালে পেছন থেকে সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, দৌলতদিয়ার ট্রাকচাপায় লিয়াকত হোসেন নামে একজন মারা গেছে। তার মরদেহ মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকচালককে ধরা যায়নি তবে ট্রাকটি আটক করা হয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ভেদুয়া গ্রামে ওমর আলী ভ্যানে করে যমুনার মাঠে যাওয়ার পথে ছিটকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিসা দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে সোমবার বিকেলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ওমর আলির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
-এসআর