বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হেফাজত নেতাদের দেশ ও জাতির জন্য দোয়া করতে বলেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে হেফাজতের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি তুলে ধরেন তারা। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে বলেন। প্রধানমন্ত্রীও হেফাজত নেতাদের কাছে দেশ ও জাতির খেদমতে দোয়া চেয়েছেন।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার বেলা পৌনে ৪টায় শুরু হয়ে বিকাল সোয়া ৫টা পর্যন্ত চলে এ বৈঠক। হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতী জসিম উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, মাওলানা মীর ইদরীস নদভী, মুফতী কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা জুনাইদ বিন ইয়াহিয়া।

গত ৩১ অক্টোবর চট্টগ্রামে হেফাজতের এক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা।

হেফাজতের নতুন কমিটি এই প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল। এর আগে ২০১৮ সালে ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে উঠেছিলেন হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতারা। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

বৈঠক থেকে বেরিয়ে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গণমাধ্যমকে বলেন, আমরা বন্দি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের অনুরোধ করেছি। এ সময় প্রধানমন্ত্রী বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে দেখতে বলেছেন। তারা মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, হেফাজত নেতারা প্রত্যেকে আলাদা বিষয় নিয়ে কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ