বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

৪ মাস ধরে মূল্যস্ফীতি কমছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত চার মাস ধরে মূল্যস্ফীতি কমছে। তবে অত্যন্ত নিম্নহারে। আবার একই সময়ে মজুরি হার বেড়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি) আয়োজিত সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে? শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহানের সঞ্চালনায় সংলাপে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি পরিচালনা করছেন। নিষ্ঠার সঙ্গে অর্থনীতি পরিচালনার ব্যাপারে আমরা সচেতন আছি। তিনি বলেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতির মধ্যেও আমরা ভাল করার চেষ্টা করছি এবং কিভাবে আরও ভাল করা যায়; সেই প্রক্রিয়া সবসময় অনুসরণ করা হচ্ছে।

সরকারের বিভিন্ন সমালোচনার জবাবে এম এ মান্নান বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশকে এখন প্রায় ক্ষুধামুক্ত করা গেছে। যেটি আমাদের বড় অর্জন। স্বাক্ষরতা হার বাড়ানো হয়েছে। বিদ্যুৎ ও ভৌত অবকাঠামোর বড় ধরনের উন্নতি হয়েছে। তিনি বলেন, এসব কারণে গ্রামের মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। তাদের জীবিকা ও জীবনযাত্রায় দৃশ্যত বড় ধরনের উন্নতি ঘটেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানের বিষয়ে মন্ত্রী বলেন, বিবিএস’র পরিসংখ্যান নিয়ে অনেকে সমালোচনা করছেন। তবে গত কয়েক বছরে আমরা প্রবৃদ্ধির যে হিসাব দিয়েছি; আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিন্তু সেটাকে সঠিক বলেছে। পরিসংখ্যানের হিসাব পদ্ধতি আরও যুগোপযোগী করার ব্যাপারে অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের ব্যয় কমানোর লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন আদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখযোগ্য পরিমাণ খরচ সাশ্রয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ