আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। চার ঘণ্টা পর আবারও ফেরি চলাচল শুরু হয়। কুয়াশা অনেকটা কেটে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে একই দিন ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ঘন কুয়াশায় কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
তিনি আরও জানান, বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকেন। ইতোমধ্যে তাদের সিরিয়ালে পার করা হচ্ছে।
-এসআর