আওয়ার ইসলাম ডেস্ক:।। একটি দলের কথায় নির্বাচন কমিশন পদত্যাগ করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় বিএনপি।
বিএনপি দলীয় ৭ সংসদ সদস্যের পদত্যাগ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, এমপিদের পদত্যাগের গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে ভোট হলে ভালো। প্রথমে অভিযোগ আসে ভোটে কারচুপি হয়েছে।
যেহেতু ইভিএম-এ কারচুপির সুযোগ নেই, অতএব এই অভিযোগ করার সুযোগ নেই। যিনি ভোট পাবেন, তিনি জিতবেন। ইভিএম-এ আমরা যতগুলো নির্বাচন করেছি, কোনো অভিযোগ নেই কিন্তু যেখানে ব্যালটে ভোট হয় সেখানে নানা রকমের অভিযোগ করে।
বিএনপি ইভিএম-এর ওপর অনাস্থা এনেছে। অনেকের আবার আস্থা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন যেটি সঠিক মনে করবে, সেটিই হবে। হ্যাঁ, সবার পরামর্শ আমাদের শুনতে হবে কিন্তু শুনে আমাদের নিজস্ব বিচার-বিশ্লেষণ করতে হবে।
-এটি