বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৩ এপ্রিল ভারতের দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ইবির খালেদা জিয়া হলের ছাত্রীদের খাবার বন্ধ বানিয়াচংয়ে বোরো ধান কাটার উৎসব পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ আস-সুন্নাহর মাধ্যমে আবদুর রশিদের ভাগ্য ফেরার গল্প এবার ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ জামাত আমির ও মার্কিন কূটনীতিকের বৈঠক: নির্বাচন ও মানবাধিকার নিয়ে আলোচনা দেশের চলমান পরিস্থিতিতে সমমনা ইসলামী দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

আমাদের প্রতিযোগিতা হোক জান্নাতের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ফরহাদ মোল্লা,
খুলনা থেকে>

খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস বলেন, আমরা মুসলমান আমাদের প্রতিযোগিতা হোক জান্নাতের পথে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত একাডেমির প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

দারুল হিকমাহ একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড.মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ ইউসুফ আল- হারুন ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির প্রধান হাফেজ আব্দুল্লাহ ওসামা ও সহকারী শিক্ষক আহমেদ ফেরদাউস।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৮টি বিভাগে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬ টি ভিন্ন ভিন্ন গ্রুপে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ