ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীণতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়ার ২দিন ব্যাপী ৭৯ তম বার্ষিক সভা ১০ ও ১১ ডিসেম্বর।
জামিয়ার প্রধান পরিচালক, শাইখুল হাদীস, দৈনিক সাগরদেশ ও মাসিক আল-আবরার পত্রিকার প্রধান সম্পাদক আল্লামা মুফতি আলহাজ্ব কিফায়তুল্লাহ শফীক্ব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম দিবসে বয়ান করবেন , হযরত মাওঃ মুফতি আরশাদ রহমানী সাহেব বসুন্ধরা ঢাকা, হযরত মাওঃ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব ঢাকা, হযরত মাওঃ মুফতি মাহমুদুল হাসান ফাতেহপুরী সাহেব ফতেহপুর মাদ্রাসা চট্টগ্রাম, হযরত মাওঃ কাজী আখতার হুসাইন সাহেব পটিয়া,চট্টগ্রাম, হযরত মাওঃ হাবিবুল ওয়াহেদ সাহেব রাজগাটা,চট্টগ্রাম , হযরত মাওঃ মুফতি মিজানুর রহমান বুখারী সাহেব, সিলেট, দ্বিতীয় দিবসে বয়ান করবেন, হযরত মাওঃ মুফতি রুহুল আমিন সাহেব খতিব বাইতুল মোকাররম জামে মসজিদ ঢাকা, হযরত মাওঃ ওবায়দুল্লাহ হামজা সাহেব পরিচালক:আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম, হযরত মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা বরিশাল, হযরত মাওঃ মুফতি রেজাউল করিম আবরার সাহেব ঢাকা, হযরত মাওঃ মুফতি ইউনুস সাহেব পোকখালী, কক্সবাজার।