আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগামী রোববার (১১ ডিসেম্বর) থেকে কামরুল আহসানের এই নিয়োগ কার্যকর হবে।
এদিকে ১১ ডিসেম্বর থেকে রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।
-এসআর