আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের ফোনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয়। আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। গতকাল বুধবার গ্রেপ্তার হওয়ার সময়েও একই কথা বলেছিলেন এ্যানী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল এ্যানিকে পুলিশ কমিশনার টেলিফোন করে বলেছিলেন, ‘‘আপনি আসেন আমার অফিসে, সমাবেশস্থলের বিষয়ে সিদ্ধান্তের চিঠিটা নিয়ে যান।’’ কমিশনারের কথায় এ্যানি বের হন কমিশনারের কার্যালয়ে যাওয়ার জন্য। অথচ, বের হয়ে কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।'
বিএনপি মহাসচিব বলেন, ‘তাহলে বলেন, কাকে এবং কীভাবে বিশ্বাস করব আমরা? তাদের সঙ্গে কথা বলে লাভ কী?’ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সাজ্জাদ মাহমুদ খান
গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। তিনি যেতে বলেছিলেন। এ জন্য কার্যালয় থেকে বের হয়েছিলাম। কার্যালয়ের নিচ থেকে ডিবি পুলিশ আমাকে ধরে। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি জানি না।’
-এটি