বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

“গ্রামকে শহর বানাতে যাবেন না”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রামকে শহর বানাতে যাবেন না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, আমাদের একটি ধারণা রয়েছে যে, গ্রামকে শহর বানাতে হবে। সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেননি যে, গ্রামকে শহর বানাতে হবে। সুতরাং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, গ্রামকে শহর বানাতে যাবেন না।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং ফেডারেল ইন্সটিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোসের্স (বিজিআর), জার্মানি কর্তৃক আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ভোলায় আমাদের সব থেকে বড় অবকাঠামো হচ্ছে। আমরা সেখানে গ্যাস অনুসন্ধানের জন্য খনন করেছি। এছাড়াও মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সময় ল্যান্ড ডেভলেপমেন্টের জন্য ২০০ কোটি ডলার অতিরিক্ত খরচ কর‍তে হয়েছে। কারণ জিও ইনফরমেশন পাওয়ার পর বুঝতে পারলাম পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য এ জায়গাটা খুবই দুর্বল। সুতরাং যে কোনো অবকাঠামো তৈরি করার সময় ওই স্থানের জিও ইনফরমেশন জানা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা যদি পুরো দেশের ডিটেইল মাস্টারপ্ল্যান করতে চাই, কোথায় কৃষি অঞ্চল হবে, কোথায় ডেভেলপমেন্ট হবে, নদী-খাল বিলগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, সে দায়িত্ব কিন্তু ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকেই গ্রহণ করতে হবে। ভূপৃষ্ঠের নিচের অনেক আবিষ্কার জিএসবি করেছে। দেশের নদীতীরের বালিতে অনেক খনিজ সম্পদের সম্ভবনা রয়েছে। জিএসবি এখন যমুনা ও ব্রক্ষ্মপুত্রের নদীর বালু নিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, নগরায়ন কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। নীচু জমিগুলো ভরাট করে প্লট বানানো হচ্ছে। কিন্তু সেখানে কি জিও ইনফরমেশন রিপোর্ট নিয়ে কাজ করা হয়েছে? আমি মনে করি, দেশে যে কয়টি অবকাঠামোগত উন্নয়ন হবে, সব ক্ষেত্রে জিএসবির জিও ইনফরমেশন রিপোর্ট নিয়ে কাজ করা উচিত।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ