আওয়ার ইসলাম ডেস্ক:।। বগুড়ায় আলমি শুরার তত্ত্ববধানে ও প্রশাসনের সহযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার তাবলীগ জামাতের পুরানো সাথীদের জোড় ইজতেমা শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই ইজতেমা আজ ৫ ডিসেম্বর সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ভারতের তাবলিগের মুরব্বি মাওলানা আব্দুল মান্নানের আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ ইজতিমা। আরো বয়ান করেন মুফতি শফিক (পাকিস্থান) শায়েখ ইয়াসিন (সৌদি আরব) ও কাকরাইলের মুরব্বিগণ বয়ান করেন।
মাওলানা ওমর ফারুক আখেরি মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতে বগুড়া এরুলিয়া বিমান বন্দর এলাকার হাজার হাজার মসল্লিগণ অংশ নেন।
এখানে জোড় ইজতেমা হওয়ায় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। জোড় ইজতেমা থেকে মোট ১৪০টি জামাত খুরুজ হয়েছে। তারা বিভিন্ন এলাকায় দ্বীনি দাওয়াত দিবেন।
এই ইজতেমায় সৌদি আরব, মিশর, ইন্ডিয়া ও পাকিস্থানসহ বিভিন্ন দেশের ২০হাজার মসল্লী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১৩,১৪,১৫ জানুয়ারি ঢাকার টঙ্গীর মাঠে বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হবে। সেই ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা হলো।
-এটি