বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির সাবেক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় তারা৷

এসময় তাদের হাতে 'শুক্র ও শনিবার ক্যাম্পাসকে পার্কে রূপান্তর চাই না', 'নিরাপদ ক্যাম্পাস চাই, এটা বিশ্ববিদ্যালয় কোনো পার্ক নয়', 'বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ চাই' এসব স্লোগান সম্বলিত লেখা দেখা যায়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঢাবি শাখার সভাপতি রিফাত জাহান শাওন বলেন, বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই, এটা একটা পার্কে পরিণত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যেন পার্কে পরিণত না হয়, বহিরাগত যান যেন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই ব্যবস্থা করা।

তিনি জানান, এই ঘটনার যেনো আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি।

এদিকে এই ঘটনায় নিহত নারীর রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। শাহবাগ থানার ডিউটি অফিসার কামরুন্নাহার কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোররাতে ঐ শিক্ষকে আসামি করে জাকির হোসেন নিরাপদ সড়ক আইনে মামলা করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ