আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভব করছে এলাকাবাসী। হিমালয়ের পাদদেশের এই জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি ও চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে।
গত ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তা গত ১ ডিসেম্বর কমে দাঁড়ায় ১৪. ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, চলতি সপ্তাহে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। চলতি মাসে এই জেলার উপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়াও দেখা দেবে ঘনকুয়াশা।
অন্যদিকে, সকাল-সন্ধ্যায় মানুষকে হালকা শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন।
-এসআর