বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জন্মনিবন্ধন নম্বরই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্মনিবন্ধনের নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের পৃথক নম্বরের জটিলতা নিরসনে সরকার কাজ করছে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে পারব। আমরা চেষ্টা করছি শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন করানোর। জন্মনিবন্ধনের ওই নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলামবলেন, সুশাসন প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের । সুশাসন প্রক্রিয়ায় সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

মতবিনিময় সভায় এটুআই প্রকল্পের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ