আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সদরের ভবানীপুরের শামীম টেক্সটাইল গ্রুপের এমএল স্পিনিং মিলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বলেন, ভবানীপুর এলাকায় শামিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে আরও সময় লাগবে।
তিনি বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
-এসআর