বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

মাওলানা ফযজুল হাসান চৌধুরীর মার ইন্তিকাল, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শায়খ আনওয়ারুল হক চৌধুরীর রহ. ভগ্নি, মাওলানা ফযজুল হাসান চৌধুরীর মাতা হেনা বেগম চৌধুরী (৬৮) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাত ২.৩০ মিনিটে সিলেটে শাহপরান উপজেলার দক্ষিণকাছ চৌধুরীপাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। মৃত্যকালে উনার পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান।

জানা যায়, এ মহিয়সীর নারীর সন্তানদের ৪জন এখন বৃটেনে স্থায়ীভাবে বসবাস করেন। সন্তানদের আলেম, হাফেজ বানানোর জন্য বিরাট ত্যাগ শিকার করেছেন তিনি। ছেলে মাওলানা আলী হাসান চৌধুরী ও মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বৃটেনে ব্যবসার পাশাপাশী দেশ-বিদেশের বিভিন্ন মাদরাসা মসজিদের তথ্যবধানে আছেন। এছাড়াও বহু সামাজিক কর্মের সাথে তারা জড়িত।

জানা যায়, এ মহিয়সী নারী ঢাকার মালিবাগে নিজস্ব বাসায় মহল্লার মহিলাদের নিয়ে প্রতি শুক্রবার দীনি তালিম করতেন। মালিবাগ মাদরাসার মুহাদ্দিসগণকে দাওয়াত করে আনতেন। দীর্ঘদিন থেকে সেই মাহফিলে নিয়মিত তাফসির করছেন বহু আলেমের উস্তাদ হযরত মাওলানা ইয়াহয়া জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। ৫০বছর আগে শুরু করেন মহান কাজ। মহল্লার ছোট ছোট বাচ্চাদের কুরাআন শিক্ষা দিতেন খুবই স্নেহ-মমতার সঙ্গে এবং অভিভাবক সুলভ ভঙ্গিতে। প্রায় ৪০বছর এই খেদমত করেন। যার কারণে গুলবাগ এলাকার সকল যুবক যুবতিরা তাঁকে মায়ের মত মহব্বত করত, উস্তাদের মত সমীহ করত।

তার ছেলে মাওলানা ফযজুল হাসান চৌধুরী আওয়ার ইসলামকে জানান, দীর্ঘদিন থেকে তিনি বার্দ্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। শারিরীক অবনতির কারণে কয়েবার তাকে হসপিটাল ভর্তি করা হয়েছিল। সর্বশেষ অক্টোবর প্রথম দিকে স্বাস্থ্য অবনতি হলে উন্নত চিকিৎসার দেয়া হয়। পরিশেষে গত রাতে তিনি মওলার ডাকে পাড়ি জমান। সোমবার বাদ আসর সিলেট শাহ জালাল দরগায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শাহ জালালেই দাফন সম্পন্ন হয়।

মাওলানা ফযজুল হাসান চৌধুরী আরো (৬ষ্ঠ সন্তান) বলেন, আম্মা ছিলেন আমাদের শ্রেষ্ঠ উস্তাদ। কড়া শাসন, পরম আদর আর দূরদর্শি দিকনির্দেশনায় আজ আমরা মানুষ হতে পেরেছি।

দুনিয়া বিমুখতা আর আখেরাতের প্রতি মনোযোগের ক্ষেত্রে আমরা সব সময় বড় মামা (শায়খ আনওয়ারুল হক চৌধুরী রহ)কে অনুসরণ করতাম। আর এ ক্ষেত্রে আম্মা আমাদের সবচে বেশি সাহস যোগাতেন। শেস সময়ে আম্মার পাশে থাকতে পারি নাই, সেটা আমার কাছে অনেক কষ্টের। আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দিন। জান্নাতের উচ্চ মাক্বাম দান করুন।

এদিকে এ মহিয়সী নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সাবেক প্রধান সম্পাদক, মাদানী কুতুবখানার কর্ণধার মুফতি আমিমুল ইহসান ও আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ