আওয়ার ইসলাম ডেস্ক: ৯২% মুসলমানদের দেশে মূল্যবোধ ও নৈতিকতার নাম দিয়ে ইসলাম শিক্ষাকে অবমাননার সাথে উপক্ষো করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২১ নভেম্বর সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রাজধানীর ভাটারায় শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেয়ার প্রতিবাদে লিফলেট বিতরণ উদ্বোধনকালে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর ৭ নং অধ্যায়- ধর্ম ও নৈতিক শিক্ষা ২০ নং পাতায় ধর্ম শিক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা প্রসঙ্গে ১ নং পয়েন্টে স্পষ্ট উল্লেখ রয়েছে “শিক্ষার্থীদের মনে আল্লাহ, রাসূল (সাঃ) ও আখিরাতের প্রতি অটল ঈমান ও বিশ্বাস যাতে গড়ে ওঠে এবং তাদের শিক্ষা যেন আচার সর্বস্ব না হয়ে তাদের মধ্যে ইসলামের মর্মবাণীর যথাযথ উপলব্ধি ঘটায় সেভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হবে।”
অথচ মূল্যবোধ ও নৈতিকতার নাম দিয়ে ইসলাম ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে উদ্বিগ্ন ও হতাশ করা হয়েছে। মদীনা সনদে দেশ চালাবেন অথচ ইসলাম শব্দে এত চুলকানি কেন? মুসলমানের সন্তানরা তাদের ধর্মীয় পরিচয় জানবে না, মর্মবাণী ও গুনাবলির উৎস ইসলাম সম্পর্কে জানবে না এটা কোন ধরনের শিক্ষা? আসলে বর্তমান শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা গুটিকয়েক নাস্তিকের উদ্দেশ্যই হল ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন নাস্তিক হিসেবে তৈরি করা। অবিলম্বে আপনাদের ধ্বংসাত্মক সিদ্ধান্ত ও কার্যকলাপ পরিহার করুন নচেৎ শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়ন আওয়ামীলীগ সরকারের জন্য বুমেরাং হতে সময় নিবে না।
অধ্যক্ষ মাসউদ আরও বলেন, জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যদিয়ে জনগণের মৌলিক অধিকার আপনারা খর্ব করেছেন। আপনাদের জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে। এখন লেগেছেন ইসলাম শিক্ষার বিরুদ্ধে। ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন নাস্তিক বানানোর পায়তারা করবেন আর আমরা অভিভাবকরা বসে বসে আঙ্গুল চুষবো তা হতে পারে না। এটা কখনোই মেনে নিবে না। এটা ভেবে বসলে চরম ভুল করবেন। ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর পায়তারা বন্ধ করতে হবে। শিক্ষার প্রতিটি স্তরেই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী নূরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, অর্থ ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবর রহমান, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, ভাটারা থানা সভাপতি মুফতী হাবিবুল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি প্রভাষক আব্দুস সবুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-এসআর