আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। যার ফলে ওই সেতু হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে সেতুর মাঝখানে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ডব্রেক।
গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম ফেরার পথে গার্ডব্রেক লাইনচ্যুত হয়। লাইনচ্যুত গার্ডব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কালুরঘাট সেতুর ইজারাদার পক্ষের ম্যানেজার সেলিম জাহাঙ্গীর বলেন, ক্রেন আনা হয়েছে। গার্ডব্রেক না সরানো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আশা করি কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
-এসআর