আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির মুহতামিম বিখ্যাত আলেম আল্লামা রফি উসমানীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
নেতৃদ্বয় আজ গণ্যমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আল্লামা রফি উসমানী একজন ইসলামী স্কলার, তিনি বহু দ্বীনি কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।
তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে উম্মাহ একজন যোগ্য রাহবারকে হারালেন। যা পূরণ হওয়ার নয়।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে তাকে জন্নাতের উচ্চ মাকাম দানের দুআ করেন।
-এটি