শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মুরাদনগরে বিশ্বজয়ী ৪ হাফেজকে বর্ণাঢ্য সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তিন হাফেজ ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত হাফেজরা হলেন, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি আবু রাহাত, দুবাই অনুষ্ঠিত ১০৩ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি তরিকুল ইসলাম ও বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি সাইফুর রহমান ত্বকী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজে কুরআনরা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন।

এছাড়া জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মাদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সঞ্চালনা করেন উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মাদ আশরাফ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ