সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


জি২০ সম্মেলনে যাওয়ার পর হাসপাতালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হার্টের সমস্যায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হাসপাতালে নেওয়া হয়েছে। জি২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছানোর তার হার্টের সমস্যা দেখা দেয় বলে, জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বালিতে জি-২০ সম্মেলনে পৌঁছানোর পরপরই ল্যাভরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ল্যাভরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে জি২০ সম্মেলনে অংশ নিচ্ছেন। পুতিন উপস্থিত অন্যান্য বিশ্ব নেতাদের সাথে মুখোমুখি এড়াতে ল্যাভরভকে পাঠিয়েছেন বলে জানা গেছে।

পশ্চিমা নেতারা রাশিয়া কর্তৃক গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের বিরোধিতা করে আসছেন। সেই সঙ্গে সংঘটিত আগ্রাসনেরও তীব্র নিন্দা করে আসছে।

১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বেশ কজন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্র: ডয়চে ভেলে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ