আবদুল্লাহ তামিম♦ পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ১ম পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত এবারো বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।
আজ বৃহস্পতিবার ১ম পর্ব শুরু হয়ে শেষ হবে ৬ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।
রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন।
বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ কারি মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন শুক্রবার বাদ আসর। শনিবার বাদ ফজর বয়ান করবেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।
অন্যান্যদের মধ্যে বয়ান করবেন, বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে শুরু হয়েছে ইজতেমা। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা।
আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট। শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ। আখেরি মুনাজাত মাওলানা ইব্রাহিম দেওলা।
-এটি