রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঘোড়ার গাড়িতে বিশ্বজয়ী হাফেজ আবু রাহাতের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো: সোহেল রানা- কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি হাফেজ আবু রাহাতকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা পর্যন্ত তাকে ঘোড়ার গাড়িতে করে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে আবু রাহাতকে ফুল দিয়ে বরণ করে নেন দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষকসহ হাজার হাজার কুরআন প্রেমিক।

কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতাটি দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে আয়োজিত হয়।

জানা যায়, হাফেজ আবু রাহাতের বাড়ি সিরাজগঞ্জে। তার বাবার নাম রমজান আলী। সে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার যাত্রবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ