আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ভয়াবহ রূপ নিতে পারে সুপার সাইক্লোন 'সিত্রাং'। ক্ষয়ক্ষতির দিক দিয়ে ঝড়টি সিডরের মতোই ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে 'নিম্নচাপ তৈরির' মাধ্যমে সুপার সাইক্লোন আকারে বাংলাদেশ ও ভারতে আঘাত হানতে পারে।
বিএমডি আরও জানায়, ২৪ অক্টোবরের মধ্যে এটি উল্লেখিত অঞ্চলে আঘাত হানলে, এতে বাংলাদেশের সুন্দরবনের উপকূলীয় এলাকা এবং ভারতের সুন্দরবন ও অন্ধ্র প্রদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে দিন যতো ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) শুক্রবার (১৪ অক্টোবর) জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সতর্ক রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো: এনামুর রহমান বলেন, জিএফএস জানিয়েছে যে ১৭ অক্টোবর এটি ঝড়ে পরিণত হবে। ঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ এবং আমাদের সুন্দরবনের কিছু অংশে আঘাত হানতে পারে।
এদিকে চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দিয়েছিল বিএমডি। কিন্তু এরপর এ বিষয়ে আর কোনো তথ্য জানাননি তারা। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা (আবহাওয়াবিদ) বলেছেন, এটা বেশি করে পর্যবেক্ষণ করতে হবে। বঙ্গোপসাগরে এখনও কোনো নিম্নচাপ তৈরি হয়নি। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। শব্দ উপকূলে পৌঁছেছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
-এটি