রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বেফাকের কল্যাণে কাজ করার আহ্বান মুফতি ফয়জুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বেফাকের জেলা সভাপতি মাওলানা আব্দুল গফুর।

প্রধান অতিথির বক্তব্যে বেফাকের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেন, উলামায়ে কেরামকে হকের পতাকা নিয়ে অটল ও অবিচল থাকতে হবে। তাওহিদে খালেস, ইজতেবায়ে সুন্নত, তাওয়াকুল ইলাল্লাহর জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বেফাকের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

তিনি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সম্মেলনে মোবাইলে যুক্ত হয়েছেন বেফাকের সভাপতি, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। তিনি বলেন, বেফাককে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। মাদরসার উন্নয়নে কাজ করতে হবে। আলেমদের মধ্যে ঐক্য থাকতে হবে।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, বেফাকের যুগ্মমহাসচিব মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াসিন আলী প্রমুখ।

No description available.

এছাড়াও বিভিন্ন আলেমদের সাথে মতবিনিময় করেন। বিশেষভাবে জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদরাসা ও ঠাকুরগাঁওয়ের দারুল উলুম মাদরাসায় আলেমদের সঙ্গে মতবিনিময় করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ