বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


নির্বাচনে লড়ছেন বদরুজ্জামান ও আবু রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সম্প্রতি কলরবের নীতিমালা প্রণীত হয়েছে। সে অনুযায়ী স্থায়ী পরিষদ গঠনসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কলরব ।

তারই ধারাবাহিকতায় নির্বাহী পরিষদ গঠনের লক্ষে নির্বাহী পরিচালক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত এ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কলরবের তালিকাভুক্ত ৩শ সদস্য এতে ভোট প্রদান করবেন।

আগামীকালের নির্বাচন বিষয়ে কলরবের সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান বলেন, নির্বাহী পরিচালক পদে আমি মুহাম্মদ বদরুজ্জামান এবং আমাদের প্রিয় অনুজ আবু রায়হান এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

তিনি বলেন, আমাদের এ প্রতিদ্বন্দ্বিতা গতানুগতিক নয়। আমরা চাই কলরব সুন্দর শৃঙ্খলভাবে এগিয়ে যাক। মসৃণভাবে এগিয়ে যেতে গঠনতন্ত্রের পরিপূর্ণ বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সে লক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতা। এ প্রতিদ্বন্দ্বিতায় আমাদের দুইজনের যেই বিজয়ী হবে এতে মূলত কলরবের সকলের বিজয় হবে। এ ক্ষেত্রে ভিন্নরকম ভাবনার কোন সুযোগ নাই।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ: স্বপ্নের কলরব আগামী দিনে দুর্দান্ত গতিতে এগিয়ে যাক। আপনাদের সকলের দোয়া চাই।

এদিকে আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কলরবের নাশিদ শিল্পী আবু রায়হান।

ইশতেহারে আবু রায়হান বলেন, ২০০৪ সালে কলরব এর প্রতিষ্ঠা করেছেন আমাদের নায়ক, ইসলামী সংগীতের কিংবদন্তি মরহুম আঈনুদ্দীন আল আজাদ রহ.। আমাদের এই মহিরুহ'র চিন্তা, শ্রম, ঘাম, স্মৃতির মিশ্রণ আজকের কলরব। ২০১০ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজাদ রহ. এর শাহাদাত বরণের পর তার-ই পরিশ্রমকে পুঁজি করে কলরব আজকের অবস্থানে স্বমহিমায় দাঁড়িয়ে আছে দেশের শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধসংগীত প্রিয় মানুষের আস্থার প্রতিবিম্ব হয়ে। জাতীয় পর্যায়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস লালন করে পরিচালিত একটি সংগঠনের একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো, নীতিমালা, কর্মপরিকল্পনা থাকা, সুস্পষ্ট ভিশন ও মিশন ধরে থাকা প্রাসঙ্গিক একটি আবশ্যিক দাবি। দীর্ঘদিন ধরেই কলরব ভক্ত, শ্রোতা, প্রতিনিধিত্বকারী সদস্য, উপদেষ্টা, নেতৃত্বসহ সকল পর্যায়ে এই দাবি সুপ্ত ছিলো।

একেবারেই যে, অনুচ্চারিত ছিলো তা নয়। হয়ত, আমরা অনেকে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলাম কিন্তু সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করিনি। আলহামদুলিল্লাহ দীর্ঘসময় পর হলেও সেই যৌক্তিক দাবি বাস্তবায়ন হয়েছে। ইতিমধ্যে কলরব পরিচালনার সুনির্দিষ্ট নীতিমালা ও সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে যে একেবারেই ছিলো না তা নয়। ছিলো তবে কিছুটা গতানুগতিক, অপূর্ণাঙ্গ এবং অপরিশুদ্ধ। যার কারণে আঈনুদ্দীন আল আজাদ রহ. এর সেই বিপ্লবী চেতনা, সুর ও স্মৃতি অনেকটা অনালোচিত ছিলো। যার কারণে সময়ে সময়ে কলরব ভক্তরা প্রায়শই অভিযোগ, অনুযোগ জানাতো বিভিন্ন মাধ্যমে।

আলহামদুলিল্লাহ আমাদের সেই আক্ষেপের ক্ষতগুলো সারাতে কলরব পরিবারের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় সদ্য প্রণিত সাংগঠনিক নীতিমালার আলোকে স্থায়ী পরিষদের সুপারিশে কার্যনির্বাহী পরিষদের নির্বাহী পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর ২২’ অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনে আমি আবু রায়হান এবং আমাদের বদরুজ্জামান ভাই প্রার্থী হয়েছি। দীর্ঘদিন থেকেই আমাদের মাঝে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধন। আমরা একসঙ্গে কাজ করছি এক যুগেরও বেশি সময় ধরে। আমাদের মাজে হৃদ্যতা, ভ্রাতৃত্ব এবং মমতার একটি বন্ধন রয়েছে বলেই আমরা একযোগে চলতে পারছি। নির্বাচন করার মানে আমরা একে অপরের প্রতিদ্বন্দী হয়ে লড়াইয়ে নেমেছি তা নয়। আমরা বরং কলরবে শৃঙ্খলা ফেরাতে একে-অপরের সহযোগী কাজ করছি।

এই পদে নির্বাচন না হলে আমি অবশ্যই জামান ভাইকে সমর্থন দিতাম। সুতরাং আমাদের এই নির্বাচন কারো হার-জিতের নির্বাচন নয়। সিনিয়র হিসেবে জামান ভাই দায়িত্বে আসলে বরং আমার জন্যই সেটা সুখকর হবে। অন্যথায় আমি নিজেই বিব্রত হবো। নির্বাচন হচ্ছে আমাদের আনুষ্ঠানিকতার নিয়মানুবর্তিতা।

ইনশাআল্লাহ আমরা যেই নির্বাচিত হয়ে আসি না কেন, আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে কলরবকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের কোনো হার-জিত নেই। হারলেও সেটা আমাদের জিত। যেই জিতি সেটা আমাদেরই জয় হবে ইনশাআল্লাহ। মূলত এই জয় হবে কলরব ভক্তদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের জয়। আমরা চাই কলরব নিয়মের মধ্যে চলুক। স্বমহিমায় কলরব এর নাম উজ্জ্বল হোক। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে কলরব ভক্তদের সব সময় পাশে চাই। বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে চলবো ইনশাআল্লাহ।

যাইহোক, প্রিয়বন্ধুগন- নির্বাচন উপলক্ষ্যে নিয়মানুযায়ী আমরা একটা ইশতেহার প্রণয়ন করেছি। আজ রাতের যেকোনো সময়ে আমি আমার ইশতেহার উন্মুক্ত করবো ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ