বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৯৬ সালের রূপরেখার আদলে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। শিগগিরই এ বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (০৬ই অক্টোবর) বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস্ পার্টির সাথে সংলাপ শেষে তিনি একথা জানান। খালেদা জিয়ার মুক্তিসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শরিক দলগুলোর নেতারা।

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে আজ (বৃহস্পতিবার) চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস্ পার্টির সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরপর দুটি বৈঠকে আন্দোলনের ধরণ, নির্বাচনকালীন সরকার ও নির্বাচন পরবর্তী নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের পরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তাও ধারণা দেন বিএনপি মহাসচিব।

এসময় বিএনপি’র নেতৃত্বে যুগপৎ আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শরিক দুই দলের শীর্ষ নেতা। সমমান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান বিএনপি ও জোটের শরিক দলগুলোর নেতারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ