সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


পশ্চিমা দেশগুলোকে ধুয়ে দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এসব দেশ পিকেকে এবং এফইটিও-সহ সস্ত্রাসী সংস্থাগুলোকে রক্ষা করে বলে দাবি এরদোগানের।

এরদোগান বলেন, সন্ত্রাসীদের বাসা যখন ধ্বংস হয় তখন কিছু দেশে সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যরা তাদের জন্য খোলাখুলিভাবেই তাদের জন্য ক্যাম্প স্থাপন করে।

রাজধানী আংকারায় এক বৈঠকে এরদোগান বলেন, আমাদের নাগরিকদের রক্ত ঝরানো খুনিদের ইউরোপের প্রায় সব দেশেই গ্রহণ করে নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রিসে ল্যাভরিওন ক্যাম্পে। তারা মুক্তভাবে সেখানে বিচরণ করতে পারে।

গতকাল তুরস্কের মারসিন প্রদেশে এক পুলিশ স্টেশনে হামলা চালায় পিকেকে গোষ্ঠী। এতে দেশটির একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এরপরেই আজ মঙ্গলবার এমন মন্তব্য করেলেন এরদোগান।

এরদোগান সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলোর শান্তি ও নিরাপত্তার হুমকি এসব সন্ত্রাসী গোষ্ঠী। আবার তারাই তাদের রক্ষা করছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন সকল দেশই বিশেষ করে তুরস্কের প্রতিবেশী দেশগুলো সন্ত্রাসীদের সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জায়গা কোনো রাস্তাতে নয়, তাদের জায়গা আদালত এবং জেলে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ