সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলকে শান্তি আলোচনার আহ্বান আব্বাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলকে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে এই আহ্বান জানান তিনি।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দ্বি-রাষ্ট্র সমাধানের ডাক একটি 'ইতিবাচক অগ্রগতি'। কিন্তু তিনি অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসলে তবেই এ ইতিবাচকতা প্রমাণ হবে।

এসময় ইসরায়েলের দখলদারিত্ব নীতির কারণে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি অর্জনের আশা ক্ষীণ হয়ে আসছে বলেও মন্তব্য করেন মাহমুদ আব্বাস। বেশ কয়েকবছরের মধ্যে জাতিসংঘের অধিবেশনে এই প্রথম কোনো ইসরায়েলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে আব্বাস বলেন, এ অবস্থানে ইসরায়েল কতটা আন্তরিক এবং তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু তার সত্যিকারের পরীক্ষা হচ্ছে, ইসরায়েল সরকারের অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসা।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা দখর করে ইসরায়েল। এসব এলাকা নিয়েই ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র গড়তে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালে ভেস্তে গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ