মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশনও অতীতের নির্বাচন কমিশনগুলোর অনুসরণ করে সরকারের মনোবাসনা পূরণে ব্যস্ত হয়ে পড়েছে। দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধীতা সত্ত্বেও ইভিএম ক্রয়ে সরকারি বিশাল বাজেট নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

তিনি বলেন, দেশে অর্থনৈতিক সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় দেশের বিশাল অর্থ ব্যয়ে ইভিএম ক্রয় দূরভিসন্ধি।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, বরকতউল্লাহ লতিফ, জিএম রুহুল আমীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

প্রিন্সিপাল মাদানী বলেন, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়ে তা ক্রয়ে মরিয়া হয়ে উঠছে। অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিগত বছরেও ইভিএম ক্রয়ে বিগত ইসির মারাত্মক দূর্নীতির সংবাদ দেশের জনগণ দেখেছে। তিনি অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিলের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ