আব্দুল্লাহ আফফান: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাওলানা জালালুদ্দিন উমারি (৮৮) ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় জামিয়া মিল্লিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত বছর তিনি করোনায় আক্রান্ত হন। তখন তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। গত সপ্তাহে অসুস্থ হলে তাকে আল শাফা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাওলানা জালালুদ্দিন উমারি সুপরিচিত লেখক এবং বিখ্যাত বক্তা। তার বইগুলো ইংরেজি, আরবি ও তুর্কি ভাষায় অনূদিত হয়েছে।
মাওলানা উমারি মুসলিম মজলিস কনসালটেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ জার্নাল রিসার্চ ইসলামির সম্পাদক ছিলেন। সূত্র: আওয়ার দ্যা ভয়েজ।
কেএল/