কাউসার লাবীব: হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমিরুল হিন্দ, আওলাদে রাসুল আল্লামা আরশাদ মাদানী।
আল্লামা আরশাদ মাদানীর নাতি মুহাম্মদ মাদানী স্যোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ মাদানী জানান, আলহামদুলিল্লাহ, যারা যারা দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। মাদানী মঞ্জিলের অভিভাবক (আমাদের দাদা) মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব ইতোমধ্যে সুস্থ শরীরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। হজরতের সুস্থতাসহ দীর্ঘ হায়াত কামনায় দোয়ার অনুরোধ করছি।
এর আগে গুরুতর অসুস্থ গত ২৪ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী। নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় থাকেন।
জানা যায়, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়ায় ভুগছিলেন। সে সময় তিনি বাসায় চিকিৎসা করিয়েছেন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ. এর সন্তান আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। ২০২০ সালের ১৪ অক্টোবর ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালে তিনি ৫ম আমিরুল হিন্দ নির্বাচিত হন।
কেএল/