রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বন্ধ হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ১।

আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার গ্যাজপ্রম ও নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ।

এদিকে পাইপলাইনের মেরামত নয়, রাশিয়া বর্তমান জ্বালানি সংকট নিয়ে খেলছে বলে অভিযোগ জার্মানিসহ পশ্চিমা বিশ্বের।

জার্মানিসহ পুরো ইউরোপের বেশ কয়েকটি দেশে জ্বালানি সংকট যখন চরমে তখনই আরও একবার গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রম ও নর্ড স্ট্রিমের।

রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশ স্থাপনা করা নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়।

জানা যায়, মেরামত, আগুন নিয়ন্ত্রণক্ষমতা পর্যবেক্ষণ, পাইপের নিরাপত্তাসহ নানা পরীক্ষা-নীরিক্ষার জন্য বন্ধ হচ্ছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন, যা দিয়ে রাশিয়া থেকে সবচেয়ে নির্ভরযোগ্য প্রাকৃতিক গ্যাস আমদানি করে জার্মানি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ। গ্যাসের নিয়মিত সরবরাহ একেবারেই বন্ধ হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে গ্যাজপ্রম ও নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, মেরামতের কাজটা জরুরি বলেই গ্যাস পাইপলাইনটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আবারও গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশ্বস্ত করেছে গ্যাজপ্রম।

এ পরিস্থিতিতে আসন্ন শীতে জার্মানি তীব্র গ্যাস সংকটে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত মাসে গ্যাস সংকট মোকাবিলায় জার্মানি একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিল। যার মধ্যে পহেলা অক্টোবরের মধ্যে ৮৫ শতাংশ গ্যাস মজুদের কথাও বলা হয়েছিল; যা এখন আর কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ