প্রশ্ন: আমাদের এলাকায় বিদেশ থেকে একটি লাশ আনা হয়েছে। ওই লাশটি ছিল প্লাস্টার করা। এখন যদি প্লাস্টার খুলে ফেলা হয়, তাহলে মৃত ব্যক্তির গোশত বা হাড্ডি পৃথক হয়ে যেতে পারে। এমতাবস্থায় এ মৃতকে কিভাবে গোসল দিবে? এবং মৃত ব্যক্তি থেকে প্লাস্টার খুলে গোসল দিতে হবে কিনা?
জবাব: বিদেশ থেকে লাশ দেশে আনা শরীয়তসম্মত নয়। তবে প্রশ্নে বর্ণিত ধরনের প্লাস্টার খুলে গোসল দেওয়া জরুরি হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১১২-১১৩।