আবদুল্লাহ তামিম:
নির্বাহী সম্পাদক>
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দ মাদরাসার উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আমিরুল হিন্দ আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি বলেন, ভারত উপমহাদেশ স্বাধীন করতে আমার বাবা দাদারা নিজের জীবন বিলিন করে দিয়েছেন। অথচ যারা স্বাধীনতার জন্য কিছুই করেনি তারা বড় বড় কথা বলে।
আজ সোমবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দে প্রতিবছরের মত এবারো সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ও নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদ্রাজীসহ অন্যান্য আসাতেযায়ে কেরাম।
অনুষ্ঠানে আমিরুল হিন্দ আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি আরো বলেন, আমার বাবা জেল খেটেছেন এ স্বাধীনতার জন্য। আমার ভাই নয় দশ বছর জেল খেটেছেন এ স্বাধীনতার জন্য।
আমার দাদাও কষ্ট ভোগ করেছেন আজাদির জন্য। কোন মায়ের সন্তানরা এত কষ্ট করেছে স্বাধীনতার জন্য। আজ যারা স্বাধীনতার জন্য কিছুই করেনি, তারাই দেশে বড় বড় কথা বলে। ইতিহাস কখনো মুছে ফেলতে পারবে না। ইতিহাস সত্য সত্যই থাকবে। বড় গলায় কথা বলে দেশের হিরু হয়ে যাবে না। যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্কীকার করেছেন তাদের নাম ইতিহাসে লেখা থাকবে।
আমাদের উলামাদের মধ্যে স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন মাওলানা আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লি, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি কেফায়াতুল্লাহ দেহলবি, মাওলানা সাজ্জাদ বিহারি, মাওলানা সাইয়িদ সুলায়মান নদবি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা শাব্বির আহমদ উসমানি, শাহ মঈনুদ্দিন আজমেরি, মাওলানা আব্দুল হক মাদানি, মাওলানা সাইয়িদ মুহাম্মদ মিয়াঁ দেওবন্দি, মাওলানা হিফজুর রহমান সিউহারবি, মাওলানা ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদি, মাওলানা আহমদ সাঈদ দেহলবি প্রমুখের নামও রয়েছে।
-এটি