প্রশ্ন: নামাজীর সামনে চলাচল করা বৈধ কি না? যদি বৈধ হয় কতটুকু সামনে দিয়ে নামাজীর সামনে চলা বৈধ হবে?
জবাব: ছোট মসজিদ বা কামরা— যা ৪০*৪০ তথা ১৬০০ বর্গহাতের কম, তাতে নামাজরি সামনে দিয়ে চলাচল করা বৈধ নয়। হ্যাঁ, এ পরিমাণ অথবা তার চেয়ে বড় মসজিদ বা জায়গা হলে নামাজীর দৃষ্টি সিজদার স্থানে ঠিক রেখে স্বাভাবিকভাবে নজর যতদূর যায় ততদূর ব্যতিরেকে তার সামনে দিয়ে চলাচল করা বৈধ, এর ভেতরে নয়। যা প্রায় ৮ ফুট বা ২ কাতার সমপরিমান।
উল্লেখ্য, নামাজী যদি মুক্তাদি হয় এবং তার সম্মুখে কাতার খালি থাকে তাহলে পেছন থেকে সামনে দিয়ে এসে তা পূরণ করা বৈধ।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১০১