প্রশ্ন: নামাজ পড়ার সময় দুনিয়ার সমস্ত চিন্তা মাথায় এসে ভর করে, যেখানে আল্লাহর প্রতি ১০০% নিবেদিত মনোযোগ দিতে হবে, সেখানে অন্য চিন্তা বারবার ঘোরাফেরা করে— এর থেকে মুক্তির উপায় কী?
জবাব: নামাজে একাগ্রতা (খুশুখুজু) সৃষ্টি রাখার উপায় হলো নামাজরত অবস্থায় এদিক-সেদিন না তাকানো বরং দৃষ্টি যথাস্থানে রাখা এবং অঙ্গপ্রত্যঙ্গ স্থির রেখে এমনভাবে নামাজ পড়া, যেন এটাই জীবনের শেষ নামাজ। আর মনে মনে এই খেয়াল করা যে আমি আল্লাহকে দেখছি এবং আল্লাহ আমাকে দেখছেন। সাথে সাথে নামাজে সকল রুকন স্থিরভাবে আদায় করা এবং সকল রুকনের সুন্নত ও আদবগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করা। অন্য কোনো খেয়াল আসার সাথে সাথে ফিরিয়ে আনার চেষ্টা করা এখাবে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, খন্ড-১, পৃষ্ঠা— ৯০-৯১।
-এএ