আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। মেহনতি মানুষ বিশেষ করে শ্রমিক জনতা দিশেহারা।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরস্থ আইএবি মিলনায়তে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা আয়োজিত জেলা, উপজেলা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিন্ডিকেটগুলো ভেঙ্গে বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত তারা সকলেই সরকারী দলের সাথে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্চিত-বঞ্চিত ও অবহেলিত। বিভিন্ন মিল-কারখানায় সামান্য অজুহাতে শ্রমিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়। তিনি শ্রমিক নির্যাতন ও হয়রানির বন্ধের দাবি জানান।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং মুফতী নুরুজ্জামান বাগেরহাটির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. আল-আমীন এহসান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বামুক জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাছরুল্লাহ, মাওলানা শাহজালাল সিরাজী, মাওলানা আব্দুল আজিজ, বিএম মাহবুবুর প্রমুখ। কর্মশালায় জেলা ও থানা নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
-এএ