আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিদেশী শিক্ষার্থীদের সানুবি (এইসএসছি সমমান) ও এ’দাদি (এসএসছি সমমান) পরীক্ষার প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা করেছে। প্রাপ্ত ফলাফলে রেকর্ড সাফল্য অর্জন করেছে বাংলাদেশী শিক্ষার্থীরা।
রোববার প্রতিষ্ঠানটির শিক্ষাকর্মকর্তা ড. মোহাম্মদ জুওয়াইনি ঘোষিত ফলাফলে সানুবিতে শীর্ষ ১০টি স্থানের নয়টিতেই বাংলাদেশী শিক্ষার্থীদের নাম এসেছে। আর এ’দাদি-তে এসেছে ছয়জনের নাম। এর আগে কখনোই কোনো দেশের পক্ষে এরূপ সাফল্য অর্জন সম্ভব হয়নি।
আলইয়াউমুস সাবি জানাচ্ছে, এ’দাদি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে সর্বমোট ৯১২ জন বিদেশী শিক্ষার্থী অংশ নেন। ফলাফলে তাদের পাসের হার ৪৪ শতাংশ। অন্যদিকে সানুবিতে ৫৮৪ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা দেন। তাদের পাসের হার ৫৪ শতাংশ।
সানুবি পরীক্ষার ফলাফলে শীর্ষ ১০ শিক্ষার্থী হলেন-
১. বরিশাল জেলার নুরে আলমের ছেলে মাহবুবুল আলম। গড় নম্বর : ৯৫.০৭। ২. সাতক্ষীরার আব্দুল মান্নানের ছেলে মাসুম বিল্লাহ গুলজার। গড় : ৯২.০৬। ৩. ময়মনসিংহের শহিদুল্লাহর ছেলে রাকিবুল ইসলাম। গড় : ৯১.৭৮। ৪. চট্টগ্রামের মো: নছর উল্লাহর ছেলে হাবিব উল্লাহ। গড় : ৯১.৪২।
৫. মাদারীপুরের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মাহফুজুর রহমান। গড় : ৯০.৭৯। ৬. লালমনিরহাটের মো: শামছুল ইসলামের ছেলে মোহাম্মদ রেজাউল করীম। গড় : ৯০.১৪। ৭. আইভরি কোস্টের বামিয়া ফাতিমা। গড় : ৮৭.৯১।
৮. কুমিল্লার মোহাম্মদ আ’বাদুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহমূদ হাসান। গড় : ৮৭.৪৬।
৯. সিরাজগঞ্জের মো: ইদ্রিস আলীর ছেলে মো: কামরুল ইসলাম। গড় : ৮৭.৩১।
১০. কিশোরগঞ্জের নূরুল ইসলাম সরকারের ছেলে রেজাউল ইসলাম। গড় : ৮৫.৮২।
এ’দাদি পরীক্ষার ফলাফলে শীর্ষ ১০ শিক্ষার্থী হলেন- ১. ঢাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে জুনায়েদ আহমাদ হাসান। গড় : ৯০.৪৫। ২. যুক্তরাষ্ট্রের জাহরা ইউসুফ মোহাম্মদ। গড় : ৮৯.৩২। ৩. গিনির সু মোহাম্মদ বুরি। গড় : ৮৭.৭৩। ৪. কুষ্টিয়ার মাওলানা মোহাম্মদ আলীর ছেলে মো; নাজমুল আরিফীন। গড় : ৮৬.৩৬।
৫. ঢাকার মোহাম্মাদ মুরশিদ আলমের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। গড় : ৮৫.৬৮। ৬. ঢাকার মোহাম্মদ আবুল হাশেমের ছেলে আবদুল্লাহ। গড় : ৮৫.৪৫। ৭. সিলেটের মাওলানা রফিক আহমদের ছেলে শামিম আহমাদ রাফে। গড় : ৮৫.২৩। ৮, জেলা: ঢাকার অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন আহমাদের ছেলে আনাস আহমাদ সিদ্দিকী। গড় : ৮৩.৪১ ৯. ইন্দোনেশিয়ার জাহরা নাদিয়াহ সাইফ। গড় : ৮২.৯৫। ১০. সেনেগালের লিমিআ জুয়ুফ। গড় : ৮২.২৮।
আল আজহারে শিক্ষারত শিক্ষার্থীদের ভাষ্যমতে- এ বছর সেরা ১০ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরের শীর্ষ অবস্থানগুলোর বেশিরভাগও বাংলাদেশী শিক্ষার্থীদের দখলে। যদিও আল আজহার অফিশিয়ালি তাদের ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি, দেয় না।
এদিকে নিজেদের ওয়েবসাইটে সদ্য ঘোষিত ফলাফল প্রকাশের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে শুভ কামনা জানিয়েছে আল আজহার। প্রতিষ্ঠানটি মনে করে, এসব শিক্ষার্থীই যার যার দেশে ফিরে আল আজহারের প্রতিনিধিত্ব করবে। সূত্র: আল আহরাম
-এটি