মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মুসলিম ফ্যাশনের আইকন হতে চায় ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেছেন, ২০২৪ সালের মধ্যে ইন্দোনেশিয়া যেন সারা বিশ্বের জন্য মুসলিম ফ্যাশনের কিবলা বা আইকন হতে পারে সে লক্ষ্যে কাজ করছে তার সরকার এবং এই খাতকে আরো বেশি রপ্তানিমুখী করতে সব ধরনের সহযোগিতা করছে তারা।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। ২০২৪ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে বিশ্বের জন্য মুসলিম ফ্যাশনের কিবলা হিসেবে গড়ে তোলা। ’ গত ২২ জুলাই (শুক্রবার) এক লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে মুসলিম পোশাক রপ্তানিতে ইন্দোনেশিয়ার অবস্থান ১৩তম। যার আর্থিক মূল্য ৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

এটা ২০২০ সালের তুলনায় ১২.৪৯ শতাংশ বেশি। ২০২০ সালে ইন্দোনেশিয়া ৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মুসলিম পোশাক রপ্তানি করেছিল। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইন্দোনেশিয়া ২.৩৫ বিলিয়ন ডলারের মুসলিম পোশাক রপ্তানি করেছে। যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৪১.৪২ শতাংশ বেশি।

মন্ত্রী জুলকিফলি হাসান বলেন, ‘ইন্দোনেশিয়ার স্থানীয় মুসলিম ফ্যাশন পণ্যগুলো খুবই উন্নতমানের। যার অনেক সম্ভাবনা আছে এবং অন্যান্য দেশের মুসলিম ফ্যাশন ও শালীন পোশাকের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ’

তিনি মনে করেন, ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের ফ্যাশনসচেতনতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। যা দক্ষিণ জাকার্তার দুকুহ আতাশে অনুষ্ঠিত সিটিয়াম ফ্যাশন উইকে প্রত্যক্ষ করা গেছে।

তিনি আশা করেন, শালীন পোশাক সপ্তাহ দেশের মুসলিম ফ্যাশনশিল্পকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। ইন্দোনেশিয়া সরকার বিদেশে থাকা তাদের ৪৬টি বাণিজ্য প্রতিনিধি অফিসকে ইন্দোনেশিয়ার মুসলিম পোশাকের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বার্ষিক ফ্যাশন শো আয়োজনে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র: টেমপো ডটকম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ