বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

নড়াইলের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নড়াইলের ঘটনায় জড়িত সাত জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত করে বাকিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিপ্লোমেটস পাবলিকেশন আয়েজিত ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ শীর্ষক এ সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এখন আমরা মাদক, অস্ত্র চোরাচালানসহ সীমান্তে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছি।

ইয়াবা মিয়ানমারে তৈরি হলেও এর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এতে রোহিঙ্গাদের বাহক ও চোরাচালানকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাদকের হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা এলাকাকে।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গারা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হুমকি হয়ে উঠেছে। অস্ত্র চোরাচালান ও মানবপাচারের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে।

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় ৫০ শতাংশই শিশু। এদের অনেকে সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালানে জড়িয়ে পড়ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখওয়াত হোসেন, আর্ম ফোর্সেস ডিভিশনের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল (অব) মাহফুজুর রহমান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ