আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয় লাভ করেছে।
লাহোরসহ পাকিস্তানের জনবহুল এই প্রদেশের মোট ২০টি আসনে গতকাল উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল জিতেছে ১৫ আসনে। আর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল (পিএমএল-এন) জিতেছে মাত্র ৪ আসনে। ১টিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।
পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচন শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার এবং সরকার বিরোধী ইমরান খানের দলের জন্যও খুবই সংবেদনশীল ও স্পর্শকাতর। কেননা এই প্রদেশের নির্বাচনে যে দলই জেতে সে দলই পাঞ্জাবে স্বাধীন স্থানীয় সরকার গঠনের ক্ষমতা লাভ করে। কাজেই ইমরান খানের দল পাঞ্জাবের নির্বাচনে জেতার মধ্য দিয়ে শাহবাজের সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেল।
পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের মতে ইমরান খান পাঞ্জাবে স্থানীয় সরকার গঠন করার পরবর্তী পদক্ষেপে প্রাদেশিক সরকারকে ইস্তফা দিয়ে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত দেবেন। এরই মধ্যে ইমরান খান পাকিস্তানের মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন।
-এটি