মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইসলামি ব্যাংকিং বৈধ করার কথা ভাবছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ান কর্তৃপক্ষ নতুন নন-ক্রেডিট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামি ব্যাংকিংয়ে বিশেষায়িত করার অনুমতি দেওয়ার চিন্তা-ভাবনা করছে। এক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

জানা গেছে, রাশিয়া দেশে ইসলামি ব্যাংকিং নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি করছে। তারা আশা করছে, এর মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রচালিত ব্যাংকগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশীয় গ্রাহকদের চাহিদাও পূরণ করা যাবে।

রুশ দৈনিক কমার্স্যান্ট এক প্রতিবেদনে জানিয়েছে, নন-ক্রেডিট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অর্থায়নে অংশীদারি সংস্থা (এফপিও) হিসেবে কাজ করবে এবং তাদের গ্রাহকদের শরিয়াহসম্মত আর্থিক পণ্য ও সেবা সরবরাহ করবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকবে। কেন্দ্রীয় ব্যাংক নিবন্ধন দেবে এবং তাদের কার্যক্রম তত্ত্বাবধান করবে।

আর্থিক বাজার সম্পর্কিত রাজ্য দুমা কমিটির প্রধান আনাতোলি আকসাকভ জানিয়েছেন, খসড়া আইনটি অনুমোদনের জন্য এ সপ্তাহের শেষে নিম্ন হাউসে জমা দেওয়া হতে পারে।

খসড়া আইন অনুসারে, এই ধরনের সংস্থাগুলো ব্যক্তি ও আইনি সংস্থার কাছ থেকে তহবিল সংগ্রহ করতে পারে এবং অংশীদারিত্বের ভিত্তিতে ইসলামি আইনের নিয়ম অনুসারে প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারে।

এদিকে ব্যাংক অবি রাশিয়ার একটি প্রকাশনায় বলা হয়েছে, তারা ইসলামি ব্যাংকিং চালুর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে এর আগে তারা পরীক্ষামূলকভাবে সিস্টেমটি কিছুদিন চালাতে চায়।

রাশিয়ায় ইসলামি ব্যাংকিং চালু করার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। গত বসন্তে এক রিপোর্ট জানা যায়, ফিনান্সিয়াল মার্কেটের স্টেট ডুমা কমিটি ইসলামিক ফাইন্যান্সের উপর একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য ইসলামিক দেশগুলো থেকে অর্থের প্রবাহকে উদ্দীপিত করার জন্য আইনগুলোতে সংশোধনী আনার কথা ছিল।

বিশ্বজুড়ে ইসলামি আইনে চলা ব্যাংকগুলো ধর্মীয় নীতিমালার অধীনে কাজ করে। বর্তমানে বিশ্বব্যাপী ইসলামি ব্যাংকিং ব্যবস্থা বার্ষিক ১৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাইরে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো ইসলামি ব্যাংক প্রতিষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ