বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

টানা ৪০ দিন জামাতে নামাজ পরে পুরস্কার পেল দোহারের ১৭ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ঢাকার দোহারের সেবামূলক প্রতিষ্ঠান হাতেম আলী ফাউন্ডেশন কতৃক পুরস্কার ঘোষণা করা হয়। এমন ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ঢাকার দোহার উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার ১৭ কিশোর।

শুক্রবার উপজেলার উত্তর ইউসুফপুর এলাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব দোহারী বলেন, বর্তমান সমাজে শিশু কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোন বিকল্প নেই। যারা এমন ব্যতিক্রম আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দোহারের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ আরো সুন্দর হবে।

ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক ও তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ এ,বি,এম কামাল হুসাইন বলেন, হাতেম আলী ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে, রমজান ও ঈদের সময় মানুষকে সহায়তা করা হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন করে যাচ্ছে। এবার ব্যতিক্রম আয়োজন হিসেবে জামাতে নামাজ আদায়ের জন্য ১৭ জন কিশোরকে পুরস্কার দেয়া হলো। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মদিনা ইউনিভার্সিটির ছাত্র হাফেজ মো. দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো.আওলাদ হোসেন, মাও: মাহাবুবুর রহমান,মাও: মোহাম্মদ আলী, মাও:আলী আকবরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ