আওয়ার ইসলাম ডেস্ক: কম গুরুত্বের ৮১ প্রকল্পের বরাদ্দ আপাতত স্থগিত করা হয়েছে। আর ৬৩৬ উন্নয়ন প্রকল্পে কমানো হচ্ছে সরকারের খরচ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, বিশ্ব অর্থনীতির সংকটের প্রভাব মোকাবিলায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে। এসবের পাশাপাশি সরকার পরিচালনার খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
এ বছর সরকারের বাস্তবায়নের তালিকায় রয়েছে অন্তত ১ হাজার ৩৭২ প্রকল্প। এ ক্যাটাগরিতে রয়েছে পদ্মা রেলসেতু, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৬৪৬ প্রকল্প। এগুলো চলবে স্বাভাবিক গতিতেই।
ক্যাটাগরি বি-তে রয়েছে জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণসহ ৬৩৬ প্রকল্প। এগুলোতে বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ করা যাবে। খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয়, কনভেনশন সেন্টার, করভবন নির্মাণের মত সারা দেশের ৮১টি সি ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।
পরিকল্পনামন্ত্রী বলছেন, বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিদ্যুৎ ও জ্বালানিখাতের ভর্তুকি বাড়ায় চাপ বেড়েছে সরকারের। তাই সাশ্রয়ী পরিকল্পনা নেয়া হয়েছে। সরকারের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন ও অপচয় কমানোর তাগিদ তাদের।
এসব পদক্ষেপে ৩০ থেকে ৩২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।
-এটি