সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রবাসীর কোরবানির পশু গ্রামের বাড়িতে জবাই করা হলে সময় কোনটি ধর্তব্য হবে??

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥ নাজমুল হাসান সাকিব॥

টাঙ্গাইল থেকে উবাইদুল্লাহ (মাহফুজ) নামে এক ভাই জানতে চেয়ে বলেন, আমার বড় ভাই সৌদি আরবে আছেন। আমি চাচ্ছি আমার পক্ষ থেকে আমার বড় ভাই সৌদি আরবে কোরবানি করুক। আর আমরা জানি সৌদি আরবে যখন ১০ই জিলহজ্জ তখন বাংলাদেশে ৯ই জিলহজ্জ।

তারমানে তখনো বাংলাদেশীদের ওপর কোরবানি ওয়াজিব হয় না। এমতাবস্থায় আমার পক্ষ থেকে আমার বড় ভাই যদি সৌদি আরবে কোরবানি করেন তাহলে তা সহিহ হবে কিনা?

শরঈ সমাধান: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বড় ভাই যদি আপনার পক্ষ থেকে সৌদি আরবে কোরবানি করেন তাহলে বাংলাদেশে কোরবানির সময় হওয়ার পরই সেটি করা সমীচিন হবে। অবশ্য ঐ দেশে কোরবানির সময় হয়ে গেলে যদি তারা সেখানে আপনার কোরবানি আদায় করে দেয় তবে তা আদায় হয়ে যাবে।

কেননা কোরবানি আদায়ের জন্য পশু যেখানে যবাই করা হবে সেখানকার সময় মুখ্য। পশু যবাইকারীর স্থানে কোরবানির সময় হয়ে গেলেই কোরবানি করা সহীহ হবে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৮, ফাতাওয়া রহীমিয়া ১০/৪০, হেদায়া: ৪/৪৪৬

লেখক: শিক্ষার্থী, ইফতা দ্বিতীয় বর্ষ, আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ