মুফতি সফিউল্লাহ: আমাদের এলাকায় দেখি যে, অনেক সময় কুরবানীর পশুকে মাটিতে শোয়ানোর সময় ধস্তাধস্তির একপর্যায়ে পশুর পা ভেঙ্গে যায়। এমতাবস্থায় এ পশু দ্বারা কি কুরবানী দেওয়া যাবে?
শরঈ সমাধান: কুরবানির জন্য গরু শোয়ানোর সময় ধস্তাধস্তির কারণে যদি গরুর পা ভেঙ্গে যায়, তাহলে সে পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে।
তবে মনে রাখতে হবে, কুরবানির ক্ষেত্রেও পশুর যেন কষ্ট না হয় সে জন্য সতর্ক থাকা উচিৎ। কারণ রাসূল (সা.) জবেহের সময় পশুকে অহেতুক কষ্ট দিতে নিষেধ করেছেন।
عَنْ أَبِي يَعْلَى شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه و سلم قَالَ: "إنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ
আবূ ইয়া’লা শাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিঃসন্দেহে আল্লাহ্ সমস্ত জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছেন। সুতরাং যখন তুমি হত্যা করবে, তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে আর যখন তুমি জবেহ করবে, তখন উত্তম পদ্ধতিতে জবেহ করবে। তোমাদের প্রত্যেকের আপন ছুরি ধারালো করে নেয়া উচিত ও যে জন্তুকে জবেহ করা হবে তার কষ্ট লাঘব করা উচিত।
[মুসলিম: ১৯৫৫]
তাই জবেহ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আলবাহরুর রায়েক ৮/১৭৭; মাজমাউল আনহুর ৪/১৭৩; আদ্দুররুল মুখতার ৬/৩২৫
লেখক: শিক্ষক, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়া,ঢাকা
-কেএল