বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে: মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চামড়ার ন্যায্য মূল্য না থাকায় ক্রমেই চামড়া শিল্প ধ্বংস হয়ে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পরছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শুক্রবার পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে কোরবানির ঈদের দিনের বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, চামড়ার ন্যায্য মূল্য না থাকায় ক্রমেই চামড়া শিল্প ধ্বংস হয়ে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পরছে। চামড়া শিল্পকে পূনরোজ্জীবিত করতে হবে। ঈদুল আযহা চামড়ার বড় মওসুম। ঈদুল আয়হা সমাগত। ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় দেশের একটি বড় অংশ কওমী মাদরাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়ার হকদার গরীব-ইয়াতিম জনগোষ্ঠী। এই এতিম-গরিবরা যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় সে জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত কয়েক বছর দেখা গেছে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যায়নি। অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। দাম না পেয়ে অনেকে নদীতে চামড়া ফেলে দিয়েছে। এ বছর যাতে সেসব ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জিয়াউল হায়দার, মুহাম্মাদ হায়দার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ